Daily
তীব্র গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। দেখা নেই বৃষ্টির। কিন্তু খামতি রইল না উৎসবের মেজাজে। শুরু হয়ে গেল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চলচ্চিত্র উৎসবের পুরোটাই জুরে রয়েছেন সত্যজিৎ রায়। উৎসবে উপস্থিত থেকে আপ্লুত সত্যজিৎ পুত্র সন্দীপ রায় নিজেও। উৎসবের উচ্ছ্বাস ধরা পড়েছে পরিচালক গৌতম ঘোষ সহ সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়ার গলাতেও।
তবে এবারে চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলের লোকসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর চলচ্চিত্র উৎসবে আসতে পেরে তিনি যথেষ্ট খুশি। শুধু সত্যজিৎ রায় নন। মৃণাল সেনেরও খুব বড় ভক্ত পুনে ফিল্ম ইন্সটিটিউটের এই প্রাক্তনী। উল্লেখ্য, করোনা আবহে চলচ্চিত্র উৎসব হওয়া নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে ফের চলচ্চিত্র উৎসবের মেজাজে মেতে উঠল কলকাতা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ