Prime
Daily
সারথীর উদ্যোগে “খুশির ঝুড়ি”
By Business Prime News | April 26, 2021
Daily
বর্ধমান কেশবগঞ্জ চটি এলাকায় অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য “খুশির ঝুড়ি” নামে একটি বাক্স চালু করা হল । অসহায় ক্ষুধার্ত মানুষেরা এই ঝুঁড়ি থেকে বিনামূল্যে খাবার নিতে পারবেন ।উল্লেখ্য এই উদ্যোগ কেবলমাত্র অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য । বর্ধমানের কেশবগজ্ঞ চটি কমল সায়র এলাকায় প্রাথমিক ভাবে করা হয়েছে একটি বাক্স ।এই বাক্সতে যেকনো মানুষ খাবার যেমন দিতে পারবেন তেমনি নিতেও পারবেন। বর্ধমানের একটি স্বেচ্ছাসেবি সংগঠন সারথী পক্ষ থেকে এই অভিনব উদ্যোগটি নেওয়া হয় ।ওই এলাকার সাধারন মানুষ জানান এই উদ্যোগে তারা খুব খুশি, এবং এই উদ্যোগ প্রতিটি এলাকায় এলাকায় হলে খুব ভালো হয় ।
পাপাই সরকার,পূর্ব বর্ধমান