Trending
ফুলের স্বর্গরাজ্য বলতে যদি শুধু হিমাচলের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কথাই ধরেন, তাহলে বলতে হবে আমাদের এই বাংলাও পিছিয়ে নেই কোন দিক থেকে। কারণ আমাদের বাংলাতেই এমন একটি জায়গা রয়েছে, যেখানে পা ফেললে আপনার নজরে পড়বে হরেক রকমের, নানা রঙের ফুল। চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ আরও কত কী। সেই গ্রামের নাম ক্ষীরাই, রয়েছে মেদিনীপুর রাজ্যে। ট্রেনে করে এলে তো ক্ষীরাই স্টেশন-ই রয়েছে। সেখানে নামলেই পৌঁছে যাবেন ক্ষীরাই-তে। তবে একটা কথা- ক্ষীরাই কিন্তু আসল নাম নয়। এই গ্রামের আসল নাম হল দোকান্ডা। আর এই গ্রামের সাধারণ মানুষরাই ফুল ব্যবসার সঙ্গে জড়িত। মানে এখানেই ফুলের চাষ করেন তারপর সটান বিক্রি হয় বিভিন্ন জায়গায়। অর্থাৎ শুধু ক্ষীরাই-কে কেন্দ্র করে যে ফুল ব্যবসার উদযাপন চলে, তাকে অস্বীকার করার তো কোন জায়গা নেই। তাই ক্ষীরাই যেন সবদিক থেকেই বাংলার ফুল ব্যবসার নতুন মানচিত্র হয়ে উঠেছে। আপনিও যদি ক্ষীরাই সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই লক্ষ্য রাখুন আমাদের এই স্পেশ্যাল প্রতিবেদনে।