Jobs

করোনার আবহে নতুন চাকরির আশা যখন জরাজীর্ণ হয়ে পড়েছিল ঠিক তখনি দেশের মধ্যে সবচেয়ে বেশি প্লেসমেন্ট নিয়ে মাথা তুলে দাঁড়াল খড়গপুর আইআইটি। দেশে সর্বমোট ২৩টি আইআইটি রয়েছে। যার মধ্যে শীর্ষে রয়েছে আইআইটি খড়গপুর, আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি বোম্বে। কিন্তু দেখা গেল এবারে সবচেয়ে বেশি প্রি-প্লেসমেন্ট অফার এসেছে খড়গপুরের পড়ুয়াদের কাছেই।
প্রতিষ্ঠান সূত্রে খবর, এই বছর ১১০০টি প্লেসমেন্টের অফার এসেছে খড়গপুর আইআইটির পড়ুয়াদের কাছে। আন্তর্জাতিক স্তরে চাকরির অফার দিয়েছে ৩৫টিরও বেশি সংস্থা। যার মধ্যে দুটি সংস্থা বছরে ২-২.৪ কোটি টাকার আর্থিক প্যাকেজ দিতে চলেছে ছাত্রদের। এছাড়া ২০টিরও বেশি প্যাকেজ রয়েছে ১ কোটি টাকারও বেশি।
গুগল, মাইক্রোসফট, ইন্টেল, স্যামসাং, আইবিএম, উবর এবং আমেরিকান এক্সপ্রেসের মত বিশ্বের প্রথম সারির সংস্থাগুলি পছন্দ করেছে আইআইটি খড়গপুরের ছাত্রদের। সূত্রের খবর, ব্যাঙ্কিং, ফিনান্স, সফটওয়্যার, কোর ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিক্সের মত বিষয়গুলির জন্য ছাত্রদের খুঁজেছে ১০০টিরও বেশি সংস্থা। আর সেদিক থেকে দেখতে গেলে এই করোনা আবহাওয়ার মধ্যেও বাজিমাত করল বাংলার খড়গপুর আইআইটি।
ব্যুরো রিপোর্ট