Daily

দীর্ঘ ৬ মাসের অপেক্ষার অবসান। খুলে গেলো হুগলির কুন্তিঘাটের কেশরাম রেয়ন কারখানা। শ্রমিকদের অবসর সংক্রান্ত বেশ কিছু শর্তের ভিত্তিতে খোলা হলো এই রেয়ন কারখানা। এই শর্তাবলীতে সায় দিয়েছে পাঁচটি শ্রমিক সংগঠন।
শর্তে বলা হয়েছে, এবার থেকে শ্রমিকদের স্বেচ্ছাবসরের বয়স ৪৫ থেকে বাড়িয়ে ৫৩ বছর করা হলো। স্বেচ্ছাবসরের সর্বোচ্চ বয়স ৫৭। ৫৩ বছর বয়সে অবসর নিলে পাবেন ৬ লক্ষ ৭৫ হাজার টাকা, সাথে থাকছে নমিনি করার সুযোগ। আবার কেউ ৫৭ বছর বয়সে স্বেচ্ছাবসরে গেলে পাবেন এককালীন ৭ লাখ টাকা একইসাথে নমিনি করার সুযোগ। স্বেছাবসরের সর্বোচ্চ বয়সের পর শ্রমিক পাবেন ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
তবে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে এই কারখানা খুলেছে। তাই আনন্দের বদলে বিষাদেই মজে রেয়নের সিটু নেতা কুমুদরঞ্জন মালো।
ব্যুরো রিপোর্ট