Daily

করোনা চিকিৎসায় আবারও নজির গড়ল কেরালা। দেশের অন্যান্য প্রান্তে যখন হাসপাতাল থেকে যথেচ্ছা বিল ইস্যু করার মত গুরুতর অভিযোগ উঠছে, তখন চিকিৎসায় ইচ্ছেমত বিল বন্ধ করল ক্ষমতায় আসা কমিউনিস্ট সরকার।
কোভিড চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল। কঠোর এই সিদ্ধান্তের নির্দেশ পৌঁছে গিয়েছে কেরালার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
জানান হয়েছে, সাধারণ শয্যার ক্ষেত্রে দৈনিক ২৬৪৫টাকা, হাই ডিপেনডেন্সি ইউনিটের ক্ষেত্রে ৩৭৯৫ টাকা এবং আইসিইউ আর আইসিইউই শয্যার ক্ষেত্রে ৮৫৮০ এবং ১৩৮০০ টাকাই রাখা হয়েছে সর্বোচ্চ। শয্যার খরচ সহ অক্সিজেন সিলিন্ডার, পিপিই কিট বা ওষুধের দামও বেঁধে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যখন অন্যান্য রাজ্যে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা রোগীদের কাছে ভয়ানক আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখন কেরালা সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে স্বস্তি দেবে সেই রাজ্যের সাধারণ মানুষকে।
ব্যুরো রিপোর্ট