Daily

করোনার সংক্রমণ কমতে থাকায় ১জুন থেকে দিল্লিতে আনলক পর্ব শুরু হবে। পরিযায়ী শ্রমিকরাও একে একে আবার কর্মক্ষেত্রে ফিরে আসছেন। কিন্তু স্বস্তি কি আদৌ রয়েছে? ভাইরাসের প্রকোপ যেমন কমছে, ছত্রাকের থাবাও তেমন চওড়া হচ্ছে।
সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২০-তে। এদিকে গত বৃহস্পতিবার এক দিনে ১৫৩ জনের শরীরে ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। অর্থাৎ সব মিলিয়ে দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসের কারণে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭৭৩ জন।
উল্লেখ্য, দিল্লিতে যখন ব্ল্যাক ফাঙ্গাসের ভ্রু ক্রমশই কুঁচকেছে, ঠিক তখনই ব্ল্যাক ফাঙ্গাসকে দিল্লিতে মহামারি রোগ হিসেবে ঘোষণা করলেন উপ-রাজ্যপাল অনিল বাইজাল।
উপ-রাজ্যপালের জারি করা বিধান অনুযায়ী, দিল্লির সকল সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত যেকোন চিকিৎসা এমনকি শনাক্তকরণেও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের জারি করা নির্দেশিকা মেনে চলবে। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে দিল্লির স্বাস্থ্য দপ্তরকে। স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কেউ কোন তথ্য শেয়ার করতে পারবে না। নচেৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান হয়েছে।
ব্যুরো রিপোর্ট