Daily

মৃতের শরীরে থাকা পেসমেকার ব্লাস্ট করে ঘটলো বিপত্তি, বন্ধ হলো শ্মশান। গত বেশ কয়েকদিন ধরেই বন্ধ বারাসাতের কাজীপাড়া এলাকার শ্মশান। চুল্লি বন্ধ থাকায় দেহ সৎকার নিয়ে চরম দুর্ভোগ মৃতের পরিবারের।
উত্তর 24 পরগনা জেলার কাজীপাড়া এলাকায় একটিমাত্র বৈদ্যুতিক চুল্লি চালিত শ্মশান এই দ্বিজহরি দাস স্মৃতি শ্মশান ঘাট। ২৪ ঘন্টা চালিত এই শ্মশান ঘাটে সাধারণ ভাবে মৃতের মৃতদেহ সৎকারের পাশাপাশি করোনা রোগীদের মৃতদেহও সৎকার করা হয়। সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত নন কোভিড এর মৃতদেহ সৎকার করা হয় এবং এরপর থেকে সকাল ৮ টা পর্যন্ত কোভিড আক্রান্ত মৃতদেহ সৎকারের কাজ চলে। দু তিন দিন আগে এক মহিলার সৎকার করতে গিয়ে ঘটে বিপত্তি। মৃত মহিলার শরীরে থাকা পেসমেকার ব্লাস্ট করে বিকল হয় বৈদ্যুতিক চুল্লি। ফলে একেবারে বন্ধ শ্মশানঘাট।
শ্মশানঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছে পৌরসভাকেও। ইতিমধ্যে টেকনিশিয়ান প্রস্তুত এবং প্রয়োজনে মেটেরিয়াল সংগ্রহ করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই চুল্লি ঠিক হয়ে মৃতদেহ সৎকারের কাজ চালু হবে বলে আশ্বাস দিলেন বারাসাতের মুখ্য পৌরপ্রশাসক।
ব্যুরো রিপোর্ট