Trending

কাশ্মীর কি কলি দেখা তাও আবার কাশ্মীরের ডাল লেকে বসে! এ একটা অভুতপূর্ব অনুভূতি। হ্যাঁ এমনই একটা সুন্দর সন্ধ্যার আয়োজন করা হয় শ্রীনগর এর ডাল লেকে। অনুষ্ঠানের আয়োজক জম্মু কাশ্মীর এর পর্যটন বিভাগ ও স্মার্ট সিটি শ্রীনগর এবং মিশন ইয়ুথ জম্মু ও কাশ্মীর। গত ২৯অক্টোবর শ্রীনগরের ডাল লেকে লেজার শো এবং ওপেন-থিয়েটারের উদ্বোধন করা হয়। স্থানীয় শিল্পীদের সাথে কাশ্মীরি গান ও নাচের সাথে, বিখ্যাত বলিউড ফিল্ম ‘কাশ্মীর কি কালি’ পর্যটক এবং স্থানীয়দের জন্য দেখানোর ব্যবস্থা করা হয়। এই ধরণের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য পর্যটক ও স্থানীয়দের পাশাপাশি উচ্ছসিত হাউসবোটের মালিকরাও। কারণ জে-কে সরকারের নেওয়া এই পদক্ষেপ তাদের ব্যবসাকে ত্বরান্বিত করতে অনেকটা সহায়তা করবে।
ব্যুরো রিপোর্ট