pujo scope 2022
মাটি। যা ধারণ করে। ঝড়বৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, মহামারী যাই হয়ে যাক না কেন, মাটি কিন্তু আমাদের আঁকড়ে ধরতে শেখায়। নতুন করে বাঁচতে শেখায়। আর এই আঁকড়ে ধরার পাঠ, সেখান মায়েরা। মাটির টান যে কত গভীর, কত মধুর, সে তো আমাদের সকলেরই জানা। তাই যাই হয়ে যাক না কেন? দিনের শেষে ফিরতে হয় সেই মাটির কাছেই। সেই মাটির টানেই উত্তর কোলকাতার কাশী বোস লেনের এবারের থিম ‘মা’। পুরো পুজো প্যান্ডেলটাই সাজানো হয়েছে মাটি দিয়ে। প্রায় পাঁচ রকমের মাটি ব্যবহার করে প্যান্ডেল এবং প্রতিমা সাজাচ্ছেন শিল্পী এবং তাঁর টিম। শিল্পীর হাতেই সেজে উঠছেন কাশী বোস লেনের মাতৃপ্রতিমা। লাল পাড় সাদা শাড়ী, মায়ের সেই আটপৌরে রূপ প্রাণ পাচ্ছে শিল্পীর হাতেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ