Daily
ফের পাহাড় জুড়ে ব্যস্ততা। একইসঙ্গে পাহাড় অর্থনীতি আবারও চাঙ্গা হবার পূর্বলক্ষণ। কারণ বেশ কয়েকদিনের জন্য পাহাড়ে পা ফেলেছেন করিনা কপুর খান। শুরু হচ্ছে নতুন ছবির শুটিং। পরিচালকের আসনে কাহানির ডিরেক্টর সুজয় ঘোষ। ছবির নাম ডিভোশন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য তৈরি করা হচ্ছে এই ছবি।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন করিনা কাপুর খান, জয়দীপ আওলাত ও বিজয় ভার্মা। উল্লেখ্য, সুজয়ের হাত ধরে এই ছবির মাধ্যমেই ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন করিনা। জানা গিয়েছে, ছবির চিত্রনাট্যের সিংহভাগ জুড়ে রয়েছে পাহাড়। আর তাই পরিচালক দার্জিলিং ও কালিম্পংকে বেছে নিয়েছেন শুটিং লোকেশন হিসেবে। সম্প্রতি একটি বিশেষ বিমানে বাগডোগড়া বিমানবন্দরে এসে পৌঁছন সইফ ঘরণী। সঙ্গী ছোট ছেলে জেহ। তাকে দেখতে ভিড় উপচে পড়ে বিমানবন্দরে। অভিনেত্রী নিজের Instagram এ শুটিং এর কয়েকটি ছবিও শেয়ার করেছেন। পাহাড়ে টানা অনেকদিন ধরে চলবে এই ছবির শুটিং।
ডিভোশন ছবিটি তৈরি করা হচ্ছে ‘The Devotion of Suspect X’ নামক একটি জাপানি উপন্যাসের উপর ভিত্তি করে। মূলত এটি একটি ডিটেকটিভ ধর্মী ছবি। পরিচালক সুজয় ঘোষের কাহানি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এখন দেখার কথা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য তৈরি এই ছবিটি নেটিজেনদের মন কতটা জয় করতে পারে।
প্রসঙ্গত এর আগে পরিচালক অনুরাগ বসু তার পরিচালিত ছবি “বরফি”র শুটিং করেছিলেন দার্জিলিং-এ। এবার সুজয় ঘোষের ‘ডিভোশন’। করোনার প্রকোপ চলাকালীন ব্যাপকভাবে ধাক্কা খায় পাহাড়ের অর্থনীতি। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। এই অবস্থায় বলিউডের এই ছবির শুটিং পাহাড়ের অর্থনীতিকে যে বাড়তি অক্সিজেন দেবে তা আশা করাই যায়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ