Academy

রাজ্যে মেয়েদের একাধিক বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ দিচ্ছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
যে যে বিষয়ে স্নাতকোত্তর করা যাবে- বাংলা, ইংরাজি, এডুকেশন, ইতিহাস, সংস্কৃত, ভূগোল, এমএসডব্লিউ, ফুড অ্যান্ড নিউট্রিশন, এলএলএম, মাস কমিউনিকেশন অ্যান্ড জারনালিসম।
যোগ্যতাঃ প্রার্থীরা যে বিষয়ে স্নাতকোত্তরে ভর্তি হবেন সেই বিষয়ে স্নাতকে অনার্স থাকা আবশ্যিক। শুধু সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যে কোন বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় নথিঃ
১) পাসপোর্ট মাপের ছবি
২) প্রার্থীর স্বাক্ষর
৩) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট
৪) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট
৫)স্নাতকের মার্কশিট
৬)মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট
৭) জাতীয়তা যাচাই এর জন্য আধার/ ভোটার/ অন্যান্য কার্ড
৮) বার্ষিক আয় সার্টিফিকেট
৯) পিডব্লিউডি সার্টিফিকেট
১০) ব্লাড গ্রুপ সার্টিফিকেট
কোর্স ফি
বাংলা, ইংরাজি, এডুকেশন, ইতিহাস, সংস্কৃত – ১২,৭০০ টাকা
ভূগোল, এমএসডব্লিউ, ফুড অ্যান্ড নিউট্রিশন, এলএলএম- ১৪৭০০ টাকা
মাস কমিউনিকেশন অ্যান্ড কনভারেন্ট জারনালিসম – ২১,৯০০ টাকা
প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তি নেওয়া হবে। আবেদনপত্রে কোন ভুল থাকলে তা ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করতে হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ