Daily

আজকের দিনে কন্যারা যতই স্বাবলম্বী হোক না কেন, কন্যাসন্তানের ভবিষ্যৎ মা-বাবাকে আজও যথেষ্ঠ ভাবায়। কন্যা দায় নাকি বড় দায়। এবার সেই চিন্তা দূর করতে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন বা LIC নিয়ে এলো আরও এক চমৎকার স্কিম। ফলে কিছুটা হলেও স্বস্তিতে দেশের এক বড় অংশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের বাবা-মা।
মুশকিল আসন হবে মাত্র ১৫০ টাকায়। হ্যাঁ ঠিকই দেখছেন। নিজের কন্যার নামে মাত্র ১৫০ টাকা জমলেই কন্যার বিয়ের বয়সে গিয়ে পাবেন ২২ লাখ টাকা। LIC এর নতুন প্রকল্প কন্যাদান নীতি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার গুলির দুশ্চিন্তা দূর হওয়ার পাশাপাশি সাশ্রয়ের দিক টাও বজায় থাকবে এর ফলে। কআরও বেসরকারি জীবনবীমা অথবা ব্যাংক-এ প্রতি মাসে মোটা অংকের প্রিমিয়াম দিতে নাজেহাল হন মা-বাবারা। সবচেয়ে স্বস্তির কথা হলো, এই টাকা নিজের কন্যাসন্তানের যে কোনওরকম ভবিষ্যৎ চাহিদার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যতদিন না আপনার মেয়ের বিয়ে হচ্ছে ততদিন তার পড়াশোনার জন্যও ওই টাকা ব্যবহার করা যেতে পারে।
তবে যিনি এই পলিসির জন্য টাকা জমা দিচ্ছেন যদি হঠাৎ তার মৃত্যু হয়, সেক্ষেত্রে কি হবে? LIC জানিয়েছে, এক্ষেত্রে কোনওভাবেই পলিসি বন্ধ হবে না। তাঁর মৃত্যুর আগে পর্যন্ত যেভাবে পলিসি চলছিল, সেইভাবেই পলিসি চলবে। বরং উক্ত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হলে ১০ লাখ টাকা এবং দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে ২০ লক্ষ টাকা পাবেন।
ব্যুরো রিপোর্ট