Trending
একের পর এক সিনেমা ফ্লপ। রাজনীতির কেরিয়ারেও তেমন কোন ক্যারিশ্মা নেই। তবু কোন না কোনভাবে তিনি চলে আসেন চর্চায়। তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে তিনি লড়ছেন গেরুয়া শিবিরের হয়ে। এই মঙ্গলবার নিজের মনোনয়ন পেশ করেছেন কঙ্গনা। জমা দিয়েছেন নির্বাচনী হলফনামা। আর সেখান থেকেই জানা গিয়েছে কঙ্গনার মোট সম্পত্তির পরিমাণ কত।
বর্তমানে অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯১ কোটি। অভিনেত্রীর হাতে নগদ রয়েছে ২ লক্ষ টাকা মত। এছাড়া ৯১ কোটিতে আর কী কী রয়েছে চটজলদি দেখে নিই আমরা। মোট চারটি গাড়ি রয়েছে কঙ্গনা রানাওয়াতের। তার মধ্যে একটি মার্সিডিজ মেব্যাক যার মূল্য ৩.৯ কোটি টাকা। রয়েছে বিএমডব্লু যার মূল্য ৯৮.২৫ লক্ষ টাকা, মার্সিডিজ বেঞ্জ ৫৮.৬৫ লক্ষ টাকা এবং ভেসপা স্কুটার। কঙ্গনা নিজে বেশ কিছু বাণিজ্যিক সম্পত্তির মালিক। মুম্বই-এর পালি হিলে রয়েছে একটি বাড়ি যার বাজারমূল্য ২১ কোটি টাকার বেশি। এছাড়া পঞ্জাব এবং হিমাচল প্রদেশে রয়েছে দুটি বহুতল আবাসন। এছাড়া অভিনেত্রীর কাছে রয়েছে বিপুল পরিমাণ গয়না। হলফনামা মোতাবেক কঙ্গনার কাছে আছে ৬.৭০ কিলোগ্রাম সোনা যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। রয়েছে ১৪ ক্যারেট হীরে যার বাজারদর ৩ কোটি টাকা আর আছে ৬০ কেজি রুপো যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। তবে হ্যাঁ। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বেশ কিছু টাকা লোন রয়েছে। এই মুহূর্তে বাজারে তাঁর ঋণের অঙ্ক প্রায় ১৭ কোটি টাকা মত।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ