Trending

খুশির খবর মুর্শিদাবাদবাসীর জন্য। চালু হল পৌর স্বাস্থ্যকেন্দ্র। মুর্শিদাবাদ জেলার কান্দী জেমো রাজবাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় পৌর মিশনের অধীনে চালু করা হল পৌর স্বাস্থ্যকেন্দ্রটি। সম্প্রতি এই স্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের জন্য চালু করা হলো কান্দী পৌরসভার পক্ষ থেকে। গত ৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা সফরে এসে বহরমপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করেন।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দী বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দী পৌরসভার পৌর প্রশাসক দেবাশিস চ্যাটার্জী, কান্দী পৌরসভার সহকারী পৌর প্রশাসক দেবল দাস, কান্দী মহকুমা হাসপাতালের অধীক্ষক ডাঃ প্রণব কুমার মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কুশল শরিফ
মুর্শিদাবাদ