Daily

সংক্রমণের কোপে এবার রামকৃষ্ণ মঠ। আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে চলেছে হুগলীর কামারপুকুর রামকৃষ্ণ মঠের দরজা। কবে খুলবে সেই নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
জানা গিয়েছে, করোনার দাপট যে হারে বেড়ে চলেছে তাতে সংক্রমণের ঝুঁকি আর নিতে চায়নি মঠ কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে চলেছে রামকৃষ্ণ মঠ। করোনার জন্য এতদিন খুব অল্প সময়ের জন্য প্রতিদিন খোলা থাকত মঠের দরজা। মাস্ক ছাড়া প্রবেশেও ছিল নিষেধাজ্ঞা। কিন্তু করোনার সংক্রমণ যে গতিতে বাড়ছে, তাতে মঠ কর্তৃপক্ষের কাছে আর কোন পথ খোলা ছিল না। পরিস্থিতির উন্নতি তবেই খোলা হবে কামারপুকুরের রামকৃষ্ণ মঠ।
ব্যুরো রিপোর্ট