Daily

করোনা অতিমারী ঠেকাতে ভারতকে সবরকম ভাবে সহায়তা করতে প্রস্তুত আমেরিকা। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান। মার্কিন ভাইস তিনি বলেন, ‘অনেকেই জানেন আমার বংশধররা ভারতীয়,আমার মা একজন ভারতীয়। এখনও আমার পরিবারর অনেক সদস্যই ভারতে থাকেন। তিনি আরও বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু। এই অবস্থায় ভারতকে সবরকম ভাবে সাহায্য করবে বাইডেন প্রশাসন
কমলা হ্যারিস বলেন, ‘এর আগেও গত এপ্রিল মাসে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরই আমেরিকার তরফে অক্সিজেন, ভেন্টিলেটর সহ গুরুত্বপূর্ণ মেডিকেল পণ্য দিয়ে ভারতকে সহায়তা করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে আবারও সাহায্য করা হবেও বলে জানিয়েছেন কমলা হ্যারিস।
এছাড়াও প্রথম পর্যায়ে ভারতকে করোনা মোকাবিলায় ১০০ মিলিয়ন ইউএস ডলারের ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল, যার মধ্যে ছিল, অক্সিজেন সিলিন্ডার, এন৯৫ মাস্ক, গ্লাভস, ভেন্টিলেটর রিমদেসিভির ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম।
ব্যুরো রিপোর্ট