Trending
পেশায় তিনি দুঁদে আইনজীবী। তৃণমূলের বিশ্বস্ত সৈনিকদের মধ্যে অন্যতম। তিনবারের সাংসদ আবার একইসঙ্গে একবারের বিধায়ক। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী শ্রীরামপুর থেকে। আর যার প্রতিদ্বন্দ্বী বামেদের থেকে দীপ্সিতা ধর। এবার নির্বাচনের লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। সেটা আমরা সকলেই জানি। তবে এই নির্বাচনে কে নেবে জয়ের আসন ছিনিয়ে? সেটা এখন কঠিন প্রশ্ন বটে। তবে সম্পত্তির হিসেব কি এতটা কঠিন? কারণ পুরোটাই তো রয়েছে হলফনামায়। তাই আসুন, আজ জেনে নেওয়া যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত?
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন সাতষট্টির কাছাকাছি। তিনি যে হলফনামা পেশ করেছেন সেখানে তাঁর আয়ের উল্লেখ রয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত। ২০২২-২৩ অর্থবর্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয়ের অঙ্কটা দাঁড়িয়ে রয়েছে ৪ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার ২৬৬ টাকায়। যখন তিনি মনোনয়ন পেশ করেছেন, সেই সময় কল্যাণবাবুর হাতে ছিল নগদ ৫০ হাজার টাকা। এছাড়া তাঁর রয়েছে একাধিক ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট। বিনিয়োগ রয়েছে মিউচুয়াল ফান্ডে। হলফনামা মোতাবেক কল্যাণের দুটি গাড়ি রয়েছে। ২০২১ এর ডিসেম্বরে তিনি যে গাড়ি কিনেছেন তার দাম ২২ লক্ষ ৬৭ হাজার টাকার আশেপাশে। আর অন্য একটা গাড়ি তিনি কেনেন ২০১৪ সালে। যার দাম ৪ লক্ষ ৮১ হাজার টাকার আশেপাশে। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে সোনার গয়না যার বাজারদর ১৫ লক্ষ টাকা। স্ত্রীর কাছে রয়েছে সোনার গয়না যার বাজারদর ২৪ লক্ষ টাকা। আইনজীবী কল্যাণের কাছে রয়েছে প্রচুর আইনের বই। যার সর্বমোট ভ্যালু প্রায় ১ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৪ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৯৩৫ টাকা। আর অন্যদিকে তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়য়ের কাছে রয়েছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ রয়েছে প্রায় ২ কোটি ৭১ লক্ষ ৪১ হাজার ৫৩৬ টাকা।
স্থাবর সম্পত্তি বলতে কল্যাণ বাবুর কাছে আছে বাঁকুড়ায় পারিবারিক সূত্রে পাওয়া এক বাড়ির অংশ যার ভ্যালুয়েশন বর্তমানে ৭ লক্ষ টাকা। ফ্ল্যাট রয়েছে কালীঘাটের হরিশচ্যাটারজি স্ট্রিট, দিল্লি এবং শ্রীরামপুরে। কল্যাণবাবুর স্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১৩.১ লক্ষ টাকা। এই গাড়ি, বাড়ি কেনার জন্য ঋণ নিয়েছেন তিনি। তাঁর মোট ঋণের পরিমাণ ১৩ লক্ষ ৬০ হাজার ৩৯৮ টাকা।
এবার আসি শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। ১৯৭৫ সালে তিনি বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা করেন। তিনি জানিয়েছেন ১৯৭৯ সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। যাই হোক, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর এবারেও ভরসা রেখেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। তবে ঘাসফুল জয়ী হবে কিনা তার উত্তর দেবে সময়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ