Daily
বিভিন্ন জেলায় শিল্পহাব তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ করেছেন বাংলার কর্মসংস্থানে। তবেই রাজ্যে আসবে শিল্পায়নের জোয়ার। যা জেলার মানচিত্র তো বটেই। রাজ্যের অর্থনৈতিক মানচিত্রকেও পাল্টে দেবে অনেকটাই। এবার সেই লক্ষ্যপূরণেই যেন এক ধাপ এগিয়ে গেল উত্তর দিনাজপুর জেলা।
এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৈরি হবে শিল্পতালুক। নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের কর্ণজোড়ার প্রশাসনিক বৈঠক থেকে। এই হাব গড়ে তোলা হবে কালিয়াগঞ্জের চান্দোইলে কৃষি বিপণন দফতরের জমিতে। কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চান্দোইল কৃষি বিপণন দফতরের অধীন রেগুলেটেড মার্কেট কমিটির হাতে রয়েছে ৩১ একর সরকারি জমি। সেই জমিতেই শিল্পতালুক গড়ে তোলার জন্য বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। আবেদন আসতেই পড়ল শিলমোহর। মুখ্যমন্ত্রী দিলেন প্রয়োজনীয় নির্দেশ। অয়াকিবহল মহল মনে করছেন, স্বাভাবিকভাবেই শিল্পতালুক তৈরি হলে একদিকে বহু মানুষের যেমন কর্মসংস্থান হবে তেমনি এলাকার সার্বিক উন্নয়ন হতেও খুব একটা বেশি সময় লাগবে না।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পর থেকেই গ্রামবাসী তো বটেই, এলাকার স্থানীয় বেকার যুবকদের মুখে হাসি ফুটেছে। শিল্পতালুক তৈরি হলে তাঁরাও দেখতে পাবেন উপার্জনের দিশা।
এই জমির উপরেই সত্তরের দশকে তৈরি হয়েছিল কৃষক বাজার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চান্দোলের সেই কৃষক বাজার আজ আর বসেনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জমির উপরে শিল্পহাব তৈরি হলে বাংলার মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই শিল্প হাব। যা নিঃসন্দেহে বেকার যুবকদের ভাগ্যের চাকা অনেকটাই মসৃণ গতিতে ঘুরিয়ে দেবে। এখন কতদিনের মধ্যে শিল্পহাব কর্মসংস্থান নিয়ে হাজির হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কালিয়াগঞ্জবাসী।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর