Daily
এতদিন প্রখর রোদে বৃষ্টির জন্য ছিল হাহাকার। বৃষ্টির অভাবে বোরো মরশুমে কৃষকের শ্রমে-ঘামে ফলান ফসলে ধরেছিল লালচে রং। এবার ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি অন্যরকম চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের কপালে। চৈত্রের শুরুতেই কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়েন উত্তর ২৪ পরগণা জেলার চাষিরা।
গত বৃহস্পতিবার রাতে একটানা ৪০ মিনিটের শিলাবৃষ্টি সাথে কালবৈশাখীর দাপটে জলমগ্ন জেলার একাধিক চাষের জমি। কোথাও জলে ডুবেছে ধানের জমি। কোথাও সবজি নষ্ট হচ্ছে মাঠেই। এদিকে সামনেই আমের মরশুম। আর তার আগেই ঝড়ে আমের মুকুল ঝরে পড়ায় মাথায় হাত পড়েছে আমচাষিদের। অন্যদিকে জমিতে জল জমে যাওয়ায় সবজি চাষে বিশেষ করে সজনে ডাঁটা, পটল, উচ্ছে, ঝিঙে সহ বিভিন্ন সবজি শিল পড়ে নষ্ট হতে বসেছে। রোদ উঠলেই সেগুলোয় পচন ধরার শঙ্কায় ঘুম উড়েছে চাষিভাইদের।
রাজ্যে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আর তারপরই গতকালের বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত চাষবাস। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিন্তু, এই অকাল কালবৈশাখী যে আসলে সবজি এবং আমের মূল্যবৃদ্ধিকেই উস্কে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগণা