Daily

শ্রমমন্ত্রী বেচারাম মান্নার দাবি চলতি মাসের মধ্যেই রাজ্যের বেশিরভাগ বন্ধ চটকল খুলবে। ইতিমধ্যেই যে সব বন্ধ মিল খুলেছে, তাতে কাজ ফিরে পেয়েছেন প্রায় ২৫,০০০ কর্মী ।
কাঁচা পাটের অভাব ছাড়াও কিছু ক্ষেত্রে শ্রম বিরোধ এবং আর্থিক সমস্যায় গত এক বছরে রাজ্যে বন্ধ হয়েছিল ১৮টি চটচকল। কাজ হারান ৫০,০০০ কর্মী। ইতিমধ্যে ৭টি মিল খুলেছে এবং শীঘ্রই আরও তিনটি খুলবে । অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত। এর মধ্যে রবিবার খুলছে গোন্দলপাড়া জুট মিল। সোম ও মঙ্গলবার খোলার কথা ইন্ডিয়া জুট মিল ও হুগলি মিলস কোম্পানি। এই তিন মিলেই কাজ করেন ৯,৫০০ কর্মী।
মন্ত্রী বলেন, ‘‘রাজ্যের অন্যতম প্রধান শিল্প হল পাট এবং এর সঙ্গে কয়েক লক্ষ মানুষ । শ্রমমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে বন্ধ চটকল খোলার জন্য প্রায় প্রতিটি মিল মালিক ও ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেছি। ১০টির সমস্যা মিটেছে। বাকিগুলির জন্য কথা চলছে। আশা চলতি মাসেই সবগুলি খুলবে।