Daily

কেন্দ্র কর্তৃক জারি করা নয়া নিয়মের জন্য কার্যত গ্যাঁড়াকলে পাট ব্যবসায়ীরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কমিশন লাগাম টেনেছে পাট কেনাবেচায়। দিশেহারা ব্যবসায়ীরা। প্রতিবাদে আগামী ১২ই জুলাই থেকে অনির্দিষ্ট কালের জন্য হরতালের সিদ্ধান্ত নিয়েছে ‘নর্থ বেঙ্গল জুট ডিলার্স অ্যাসোসিয়েশন।’
নয়া নির্দেশিকায় জানানো হয়েছে ১১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত পাট কেনাবেচা করতে পারবেন না ব্যবসায়ীরা। জানানো হয়, ৫০০ কেজির উপর পাট বিক্রি করলে সেই ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। এদিকে নুন আনতে পান্তা ফুরোয় যে গ্রাম গঞ্জের অর্ধেক ব্যবসায়ীদের, তারা জানেই না কি এই রেজিস্ট্রেশন। কিভাবেই বা করতে হয় তা।
এই নির্দেশিকার ফলে গ্রামের ছোট ছোট পাট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন নর্থ বেঙ্গল জুট বিলার্স অ্যাসোসিয়েশনের অধিকর্তারা। এদিকে রেজিস্ট্রেশন না করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানা গিয়েছে। পরিস্থিতির চাপে অসহায় পাট ব্যবসায়ীরা।
ব্যুরো রিপোর্ট