Prime
Daily
রামনগর কৃষক সংঘের পাট বোনার মেশিন বিতরণ
By sanchitabpn21 | August 13, 2021
স্বাধীনতার ৭৫ তম দিনের ঠিক আগেই উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের পুরন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে রামনগর কৃষক সংঘের পক্ষ থেকে তপশিলি জাতি ও উপজাতির পিছিয়ে পড়া কৃষকদেরকে ১০০ পাট বোনার অত্যাধুনিক মেশিন তুলে দেওয়া হল অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায়। এই মেশিনের সাহায্যে পাট চাষ করলে কৃষকদের আয় দ্বিগুণ হবে বলেই মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।
আর এই ফারমার্স ক্লাবে উপস্থিত হয়ে বিজনেস প্রাইম নিউজ ঘুরে দেখল কৃষক সংঘে আসা কৃষকদের উচ্ছ্বসিত আবেগ।
সৌমেন ভট্টাচার্য, অঙ্কিত মুখার্জি ও দেবস্মিতা মন্ডলের রিপোর্ট
উত্তর ২৪ পরগনা