Market

কিছুটা স্বস্তিতে চটকলের প্রায় ১২ হাজার কর্মীরা। চলতি মাসের শেষের দিকে খুলে যেতে পারে রাজ্যে বন্ধ হয়ে যাওয়া চারটি চটকল। অন্তত তেমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের শ্রম দফতরের স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী বেচারাম মান্না। চারটি ছাড়া আরও একটি বন্ধ মিল খোলা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।
হাওড়ার ডেলটা জুটমিল, হনুমান জুটমিল, হুগলির নর্থব্রুক জুটমিল এবং উত্তর ২৪ পরগনার এমকো টিটাগড় জুটমিলের দরজায় বেশ কিছুদিন হল তালা পড়েছে। তার জেরে এই অতিমারি পরিস্থিতিতে প্রায় ১২ হাজার কর্মীর সংসারে চরম অর্থনৈতিক টানাপোড়েন। এবার বন্ধ কারখানায় আবারও খোলা নিয়ে বৃহস্পতিবার ঐ মিলগুলির মালিক এবং ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন বেচারাম মান্না। বৈঠক শেষে তিনি আশ্বাস দিয়েছেন সবকটি বন্ধ চটকল খুলে দেবার। যা নিঃসন্দেহে কর্মীদের অনেকটা অক্সিজেন দিল।
উল্লেখ্য, কাঁচা পাটের অভাবের জন্যই চটকল বন্ধ রাখতে হয় বলে জানিয়েছিল মালিক পক্ষ। তবে মন্ত্রী এই সমস্যা মেটানোর জন্য জুট কমিশনার এবং শ্রম কমিশনারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। এখন আশা করা হচ্ছে, সমস্যা মিটলে আবারও চটকল খোলা সম্ভব হবে বলে দাবি মালিকপক্ষের। এছাড়া শ্যামনগরের ওয়েভারলি জুটমিল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন বেচারাম। জানিয়েছেন, কর্মীদের পিএফ, ইএসআই ইত্যাদি বকেয়া তো রয়েছেই। তার সঙ্গে বাকি রয়েছে বিদ্যুতের এক মোটা অঙ্কের বিল। তবে সেই সমস্যা মিটে গিয়েও খুলে যাবে চটকল। এমনই আশ্বাস মন্ত্রী বেচারামের।
ব্যুরো রিপোর্ট