Daily

সম্প্রতি কাঁচা পাটের সর্বোচ্চ দর কুইন্টালে ৬৫০০ টাকায় বেঁধে দিয়েছে জুট কমিশনারের দপ্তর। কিন্তু তারপরেও কাঁচা পাটের দাম নিয়ে জট কিছুতেই কাটলো না। ফলে একসাথে ১৫০০ কোটি টাকা খোয়ালো চট শিল্প, জানাচ্ছে শিল্প মহলের বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, চলতি মরশুমে সময় অনুযায়ী যোগান দিতে না পারায় প্রায় ৪.৮১ লক্ষ বেল বস্তার বরাত হারিয়েছে চট শিল্প। আমফান আর লকডাউনের জোড়া থাবায় উৎপদনে ঘাটতি দেখেছিল চটশিল্প। অন্যদিকে বেআইনি মজুতদারি মদত দিয়েছিলো কাঁচা পাটের যোগানে। এদিকে উৎপাদন কম হওয়ায় মাথাচাড়া দিয়েছে মূল্যবৃদ্ধি।
জুট কমিশনের তরফে কাঁচা পাটের দাম ৬৫০০ টাকাতে বেঁধে দেওয়া হলেও বাজারে কিন্তু সেটা মিলছে ৭২০০ টাকায়। আর এই মূল্যবৃদ্ধির জেরে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে কাঁচাপাট। যার সরাসরি প্রভাব পড়ছে বস্তার উৎপাদনে। দাম নিয়ে সমস্যা না মেটেনি আর তাই তা সরবরাহ করাও যায়নি। ফলে চট শিল্পের ক্ষতি দাঁড়িয়েছে ১৫০০ কোটি।
ব্যুরো রিপোর্ট