Market

চরম সমস্যার মধ্যে জুট বেলার্স। চটকলগুলিতে কাঁচামাল সরবরাহের জন্য পাওনা রয়েছে ৫০০ কোটি টাকা। অন্যদিকে রাজ্য সরকারের চাপিয়ে দেওয়া মার্কেটিং ফি। আর এই সাঁড়াশি সমস্যার মধ্যে পড়ে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে জুট বেলার্সের।
সম্প্রতি সুরাহা পেতে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কাছে আর্জিও জানিয়েছে জুট বেলার্স অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়েছে, ট্রাক প্রতি কাঁচা পাটের মোট মূল্যের ওপরে মার্কেটিং ফি রাখা হয়েছে ১% হারে। যে কারণে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে তাঁদের। ফলে সমস্যায় পড়তে হচ্ছে।
তবে শ্রমমন্ত্রী বেচারাম মান্না প্রতিশ্রুতি দিয়েছেন এই সমস্যা সমাধানের। রাজ্য সরকার এবং চটকল মালিকদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, চটকলগুলিও এখন আর্থিক সমস্যায় জর্জরিত। এদিকে দাম বাড়ছে না চটের বস্তার। হলে সমস্যা দেখা দিয়েছে চটকলগুলিতে।
ব্যুরো রিপোর্ট