Daily
একটা ক্লিকেই ৫০ হাজার সিনেমা ডাউনলোড। তাও আবার এক সেকেন্ডে। অবাক লাগলেও এটাই সত্যি আজ জাপানে। যেখানে নাসার ইন্টারনেট স্পিড ৪০০ গিগাবাইট প্রতি সেকেন্ড, সেখানে প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবাইটের মত উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট নিয়ে এসে কার্যত নজির গড়ল জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি।
জানা গিয়েছে, বিশ্বে এত দ্রুত গতির ইন্টারনেট নিয়ে আসার ক্ষেত্রে জাপানই রইল এগিয়ে। প্রায় ৩ হাজার কিলোমিটার জুড়ে এই দ্রুত গতির ইন্টারনেট ছড়িয়ে দেওয়া হয়েছে। যা এককথায় অকল্পনীয়। এর আগে বিশ্বে সর্বাধিক দ্রুত গতির ইন্টারনেট এনে হইচই ফেলে দিয়েছিল ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন। সেখানে গবেষকরা ১৭৮ টিবিপিএস রেকর্ড স্থাপন করেন। কিন্তু জাপান তার দ্বিগুণ গতির ইন্টারনেট আবিষ্কার করল।
সূত্রের খবর, এতো দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা হবে অল্প সময়ে নিখুঁত কাজের জন্য। ডেটা ব্যাক আপ, আপডেট এই সকল ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন পড়ে সবসময়। আর এত হাই স্পিডের ইন্টারনেট স্বাভাবিকভাবেই সেই কাজকে জলের মত সহজ করে দেবে। এছাড়াও বিভিন্ন সরকারি কাজে, বৈজ্ঞানিক গবেষণা এমনকি মহাকাশ অভিযানের ক্ষেত্রে যে প্রচুর তথ্য ধরে রাখতে হয়, একইসঙ্গে ব্যাক আপ করেও রাখা হয়, জাপানের দ্রুত গতির ইন্টারনেট এই সকল কাজই করতে পারবে নিমেষে।
ব্যুরো রিপোর্ট