Prime
Daily
বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক জেএসডব্লিউ গোষ্ঠী
By BPN DESK | April 21, 2022
বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক জেএসডব্লিউ গোষ্ঠী। বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল জানিয়েছেন, ৯০০ মেগাওয়াটের পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। তৈরি করা হবে ইস্পাত শিল্পের রোলশপ। আর কোথায় বিনিয়োগ করা হবে, শুনে নেওয়া যাক সজ্জন জিন্দলের মুখ থেকে বিজনেস প্রাইম নিউজে সরাসরি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ