Trending

চলতি কা নাম গাড়ি। শোনেননি এমন লোকের সংখ্যা হাতে গোনা যায়। কিন্তু চলতি কা নাম স্নেক কার? শুনেছেন কখনো? মাথার চুলকেউ মনে করতে পারছেন না। এটাই তো স্বাভাবিক।
আর মাথা চুলকে অত কাজ নেই। বরং দেখেই নিন চলতি কা নাম স্নেক কার। এখন এই গাড়ি ঘুরে বেড়াচ্ছে গোটা জয়নগর মজিলপুর পুরো এলাকায়।
একটা মোটরবাইক ইঞ্জিন কে ব্যবহার করে এই যুবক বানিয়ে ফেললেন একটা আস্ত থ্রি হুইলার। তাও আবার গাড়ির আদলে। নাম দিয়েছেন স্নেক কার। আর এখানেই বলা যায় গল্প এভাবেই সত্যি হয়।
ইনি সুজয় মণ্ডল। পেশায় শোলা শিল্পী। নিবাস জয়নগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিলাল পাড়ায়। কিভাবে আসলো এই গাড়ি তৈরির ভাবনা? শুনুন সুজয়ের মুখ থেকে
সুজয়ের এই গাড়ি মাইলেজের দিক থেকে বেশ এগিয়ে। একে বাইকের ইঞ্জিন। তার ওপর মেনটেনেন্স খরচাও বেশ কম। ১ লিটার তেলে চলে ৪৯ কিলোমিটার।
দুই আসন বিশিষ্ট সুজয়ের এই নতুন গাড়িতে জোরে বেশ খুশি জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুজিত সরখেল। এলাকার ছেলে এমন কীর্তিতে রীতিমত তাজ্জব হয়েছেন সুজিত বাবু। তাই গাড়িতে চড়ে শিল্পপতি বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন কিভাবে সুজয়ের এই ছোট গাড়ি বাণিজ্যিকভাবে বাজারে আসতে পারে।
পুঁথিগত বিদ্যার সীমাবদ্ধতাকে অতিক্রম করে কিভাবে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ন্যানোর থেকেও যে ছোট গাড়ি তৈরি করা সম্ভব সে কথাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জয়নগরের সুজয় মণ্ডল। মাত্র দেড় লক্ষ টাকার মধ্যে সুজয় বানিয়ে ফেললেন নিজের স্বপ্নের থ্রি হুইলার স্নেক কার।
নবাব মল্লিক, জয়নগর