Daily
পর্যটকদের ভিড়ে ঠাসা জয়গাঁ শহর, ইমিগ্রেশনের ঝামেলা, ব্যবসায়ীদের আনাগোনা- সবটা মিলিয়ে ভীষণ ব্যস্ত থাকে জয়গাঁ শহর। আর বর্ডার পেরিয়ে ওপাশে গেলেই অনাবিল শান্তি। ফ্রেশ এয়ার, নিস্তব্ধতা আর একরাশ প্রাকৃতিক সৌন্দর্য সহকারে আপনাকে ওয়েলকাম করবে দ্য ল্যান্ড অফ থান্ডারবোল্ট, ভুটান। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে সেই শহরে। কিন্তু হঠাৎই করোনা অতিমারির বাড়বাড়ন্তে বদলে গেল সেই চিরপরিচিত ছবিটা। শুরু হল লকডাউন। কোলাহলের শহর জয়গাঁ তখন খাঁ খাঁ করছে।
তবে এবার পুজোর আগেই পর্যটকদের সুখবর দিল ভুটান সরকার। এদিকে কোলকাতা সহ দক্ষিনবঙ্গ মেতে উঠেছে পুজোর আমেজে। আর ওদিকে উত্তরবঙ্গে ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে খুশির আমেজ। দীর্ঘ আড়াই বছর পর আবারও এক হল উত্তরবঙ্গের জয়গাঁ আর ভুটান। খুলল পর্যটন ব্যবসার সিংহদ্বার। এদিন পর্যটকদের ওয়ার্ম ওয়েলকাম করতে গেটে হাজির হয়েছিল কাতারে কাতারে মানুষ। কাজেই পুজোর ছুটিতে এবার ল্যান্ড অফ থান্ডারবোল্ট যাওয়ার প্ল্যানটা ঝটপট ছকে ফেলুন।
করোনা অতিমারির জেরে বন্ধ ছিল ভারত- ভুটানের পর্যটন বাণিজ্য। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং জানিয়েছেন যে সেদেশের প্রায় ৯০ শতাংশ মানুষের টিকাকরন সম্পূর্ণ হয়েছে। তাই পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য ভুটান এখন সুরক্ষিত।
যে জয়গাঁ শহরে একটা সময় ব্যবসায়ীদের ভিড়ে ভরে থাকত, সেই জয়গাঁ শহর এতদিন খাঁ খাঁ করত। ব্যবসার শহরে ব্যবসায়ীরাই বেপাত্তা। কেউ কেউ তো আবার অন্ন-বস্ত্রের জন্য চলে গিয়েছিলেন অন্য শহরে। তবে, এখনের ছবিটা সম্পূর্ণ আলাদা। ভুটানের তরফে আবারও গ্রিন সিগন্যাল দেখে খুশি জয়গাঁর মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
দীর্ঘদিন পর ভুটান বর্ডারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আর কাতারে কাতারে মানুষের এই ভিড়ের চিরপরিচিত ছবিটাই স্পষ্ট করছে ফের স্বাভাবিক হতে চলেছে ভারত-ভুটান বানিজ্যিক সম্পর্ক। মজবুত হবে দুই দেশের টুইন শহরের অর্থনীতি। আর পুজোর আগে ভুটান গেট খোলার এই খবর যে ভ্রমণপিপাসুদের কাছেও একটা গোল্ডেন চান্স, তা আর বলার অপেক্ষা রাখে না।
অভিজিৎ চক্রবর্তী
আলিপুরদুয়ার