Daily
নোবেল শান্তি পুরস্কার হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান। এবার সেই নোবেলকেই নিলামে তুললেন প্রাপক। রুশ সাংবাদিক দিমিত্রি মুরাটভ নিলামে ৮০০ কোটি টাকায় বিক্রি করে দিলেন নোবেল শান্তি পুরস্কার। এখন প্রশ্ন হল কেন? ২০২১ সালের অক্টোবর মাসে নোবেল শান্তি পুরস্কার পান মুরাটভ। ফিলিপাইন সাংবাদিক মারিয়া রেসারের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতেছিলেন মুরাটভ। নিজের দেশে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে যে সংগ্রাম তিনি করেছিলেন, তার জন্য এই নোবেল পুরস্কার প্রাপ্তি। নোভিয়া গেজেট নামক একটি সংবাদপত্রও প্রতিষ্ঠা করেন তিনি। পরে অবশ্য বন্ধ হয়ে যায় সেই সংবাদপত্রটি। সেই নোবেল শান্তি পুরস্কার বিক্রি করে দিলেন তিনি। কেন? নোবেল পুরস্কার নিলামে তোলার কারণ হিসেবে মুরাটভ জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সাহায্য করতে নিলাম থেকে প্রাপ্ত অর্থ ইউনিসেফকে দান করবেন মুরাটভ। ইতিমধ্যেই তিনি ইউনিসেফকে ৫ লক্ষ ডলার দান করার কথা ঘোষণা করেছেন। একটি বেসরকারি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে অনাথ হওয়া শিশুদের জন্য তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, আমরা তাদের ভবিষ্যত ফিরিয়ে দিতে চাই। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার কঠোর বিরোধিতাও করেছেন মুরাটভ।