Market

বিখ্যাত সংস্থা জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার তৈরি করেই গোটা বিশ্বে নিজেদের সুনাম কুড়িয়ে নেয়। আমেরিকা, কানাডা, পশ্চিমী দেশ সহ ভারতেও জনসন অ্যান্ড জনসনের এই প্রোডাক্টের চাহিদা সবসময় থেকেছে তুঙ্গে। কিন্তু এবার হয়ত বেবি পাউডার প্রোডাক্ট তৈরির ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ করতে চলেছে এই বিখ্যাত সংস্থাটি। কিন্তু কেন?
২০২০ সালে প্রথম এই সংস্থার বিরুদ্ধে সোচ্চার হন আমেরিকার প্রায় ৩৫ হাজার মহিলা। অভিযোগ ওঠে, এই পণ্য বিক্রি করে কার্যত শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে জনসন অ্যান্ড জনসন। কারণ হিসেবে বলা হচ্ছে, এই পাউডারের মধ্যে পাওয়া গিয়েছে ক্ষতিকর অ্যাসবেসটসের গুঁড়ো। যা শিশুদের স্বাস্থ্যের উপর ফেলছে চরম ক্ষতিকর প্রভাব। বাড়িয়ে দিতে পারে ক্যান্সারের ঝুঁকি। এই অভিযোগ ওঠার পরেই পাউডার বিক্রি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় আমেরিকা এবং কানাডায়। তবে ঐ দুটি দেশে পাউডার বিক্রি বন্ধ হয়ে গেলেও ব্রিটেন এবং বিশ্বের অন্যান্য দেশে এই বেবি পাউডার বিক্রি অব্যাহত রেখেছিল সংস্থাটি। কিন্তু অবশেষে, নিজেদের এই বিখ্যাত প্রোডাক্ট তৈরি কার্যত বন্ধ করে দিতে চলেছে জনসন অ্যান্ড জনসন। একইসঙ্গে বড় অঙ্কের জরিমানা বসতে চলেছে এই সংস্থার ভাগ্যে।
জানা গিয়েছে, জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতো বছর ধরে সংস্থাটি যেভাবে ক্ষতির বহর বাড়িয়ে তুলেছে, তার জন্য কোন অর্থই কম নয়। কিন্তু এমন অপরাধের জন্য ক্ষতির বহরও অনেকটা বেশি হওয়া উচিৎ। আর যে কারণে জনসন অ্যান্ড জনসনকে পড়তে হল এই বড় অঙ্কের ক্ষতির মুখে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ