Trending

আত্মহত্যা করলেন বিশ্ববিখ্যাত অ্যান্টিভাইরাস ম্যাকাফির স্রষ্টা জন ম্যাকাফি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। স্পেনের জেলেই তাঁকে বন্দি করে রাখা হয়েছিল। বুধবার ঐ জেলের মধ্যেই আত্মহত্যা করেন তিনি। কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিতে হল তাঁকে?
জানা গিয়েছে, মূলত কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যে কারণে গত বছরের অক্টোবর মাসে তাঁকে বার্সেলোনার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। বুধবার ছিল সেই মামলার শুনানি। তারপর আমেরিকার হাতে ম্যাকাফিকে তুলে দিত স্পেন। অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৩০ বছরের সাজা পেতেন তিনি। আর সেই আতঙ্কই কি তাঁকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করল? ম্যাকাফিকে তাঁর নিজের সেলের ভিতর মৃত অবস্থায় পাওয়া গেছে।
১৯৮৯ সাল থেকেই জন ম্যাকাফি অ্যান্টিভাইরাস তৈরির দিকে ঝোঁকেন। তারপর ক্রমেই তাঁর উত্থান হতে থাকে। গোটা বিশ্বের মধ্যে ম্যাকাফি অ্যান্টিভাইরাসের স্রষ্টা হিসেবে তিনি তুমুল জনপ্রিয়তাও অর্জন করেন। অবশেষে ২০১১ সালে ইন্টেলের হাতে ম্যাকাফির সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেন তিনি। এরপর ব্যবসার সঙ্গে আর কোন সম্পর্ক ছিল না ম্যাকাফি স্রষ্টার। সারাজীবন তিনি থেকেছেন কোন না কোন আলোচনার মধ্যে। জড়িয়েছেন বিভিন্ন বিতর্কে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগও আনা হয়েছিল।
তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও কোন তথ্য বিশদে জানা যায়নি। সম্পূর্ণটাই ময়না তদন্ত করে দেখা হবে। এটা কি নিছকই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে সেই বিষয়েও খোঁজখবর নেবে তদন্তকারি অফিসারেরা।
ব্যুরো রিপোর্ট