Daily

ঘরে নষ্ট হয়ে পড়ে আছে পুরোনো মোবাইল বা অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি?বিক্রি করছেন স্বল্প দামে? জানেন কি আপনার ফেলে দেওয়া এই বর্জ্যই তৈরি করতে পারে অবাক করা শিল্প? শিল্পীর হাতে প্রাণ পায় সবকিছুই। আর এই অসম্ভবকেই সম্ভব করলেন জো রাশ।
এবছরে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ সম্মেলনকে সামনে রেখে দেশটির কর্নওয়ালে জো রাশ বানিয়ে ফেললেন সাত বিশ্ব নেতার ভাস্কর্য। তাও আবার ইলেক্ট্রনিক বর্জ্য দিয়ে। ভাস্কর্যের এই সাত নেতা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যারা এই সম্মেলনে অংশ নেবেন। এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে মাউন্ট রিসাইকেলমোর।
জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী, শুধু ২০১৯ সালে মোট বৈশ্বিক ইলেকট্রনিক বর্জ্য উৎপন্ন হয়েছিল পাঁচ কোটি ৩০ লাখ টনের বেশি। ইলেক্ট্রনিক ডিভাইসগুলির পরিত্যাক্ত হওয়ার বর্জ্যের ক্ষয়ক্ষতি সামনে আনতেই তাঁর এই সৃষ্টি বলে জানিয়েছেন ভাস্কর জো।
ব্যুরো রিপোর্ট