Daily

মারণ ভাইরাস করোনার উৎপত্তির তদন্ত নিয়ে নড়েচড়ে বসলো মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদানের নির্দেশ দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিকে। আগামী ৯০ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন বাইডেন।
২০১৯ এর শেষের দিকে চীনের উহান শহরে কোভিড -১৯ এর প্রথম সংক্রমণ ঘটে। এরপর নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। বিশ্ব এখন ধুঁকছে করোনা ঝড়ে। প্রায় ৩৫লক্ষ মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ১৬ কোটির বেশি মানুষ। এদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুমিছিল দেখেছে যুক্তরাষ্ট্র।
করোনার উৎপত্তি নিয়ে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নানা তথ্য। কখনো বলা হয়েছে, বাদুড় থেকে এ ভাইরাস মানুষের শরীরে প্রথম সংক্রমিত হয়েছে। আবার উহানের ল্যাব থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলেও প্রচার আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাইরাসের উৎপত্তির জন্য সরাসরি চীনকে দায়ী করে একে ‘চায়না ভাইরাস’ ও বলেছেন।
ইতিমধ্যেই এর উৎস অনুসন্ধানের জন্য চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা চীন গিয়েছিলেন বলে জানা গেছে। তদন্তকারীদের চীন পূর্ণ সহযোগিতা করেনি বলে অভিযোগ রয়েছে বিশেষজ্ঞদের তরফে। উহানের ল্যাব পর্যন্ত তদন্ত বিস্তৃত করতে প্রেসিডেন্ট বাইডেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব প্রয়াসকে সমন্বিত করার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।একটি স্বচ্ছ, প্রমাণভিত্তিক আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত পরিচালনার প্রয়াসের কথা বলেছেন বাইডেন।
ব্যুরো রিপোর্ট