Daily
অতিমারিতে হাল ছেড়েছে কর্মসংস্থান। চাকরির বাজারে নেমেছে খরা। বেকারত্ব পৌঁছে গিয়েছে সর্বোচ্চ। কিন্তু এরই মধ্যে আশার কথা শোনাল লিঙ্কড ইন।
লিঙ্কড ইনের প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আবারও চাকরির সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। কর্মসংস্থানের বেহাল অবস্থা কাটছে। তবে এই অবস্থা যে খুব দ্রুত গতিতে হচ্ছে এমন নয় বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
লিঙ্কড ইনের তথ্য থেকে জানা গিয়েছে, মে মাসে চাকরির সংখ্যা এপ্রিল মাসের থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫%। যেখানে এপ্রিল মাসে এই হার ছিল মাত্র ১০ শতাংশে। জানা গিয়েছে, এপ্রিল মাসে করোনার দ্বিতীয় ঢেউ আসায় তার ব্যপক প্রভাব পড়ে দেশের কাজের বাজারে।যেখানে এপ্রিল মাসের আগেও কর্মসংস্থানের হার ছিল ৫০% সেখানে চাকরির বাজারে একধাক্কায় খরা নামে ৫ গুন।
লিঙ্কড ইনের তথ্য থেকে জানা গিয়েছে, দেশে বর্তমানে তরুণ প্রজন্মের হাতে চাকরির অবস্থা বেশ কঠিন। কারণ সমীক্ষা বলছে, আগে একজন স্নাতকের চাকরি পেতে যেখানে সময় লাগত ২ মাস, বর্তমানে সেখানে সময় লাগছে ৩ মাসের কাছাকাছি।
সব মিলিয়ে স্পষ্ট যে, অতিমারি পরবর্তী পরিস্থিতিতে দেশে সংকুচিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ। একদিকে যেমন দুর্বল হয়েছে অর্থনীতি, তেমনই অন্যদিকে বেড়েছে অনিশ্চয়তা। তবু অর্থনীতিবিদদের আশা, এর মধ্যেই যে আবার চাকরির বাজারে অল্প অল্প করে হলেও স্রোত আসছে তা নিঃসন্দেহে বেকার মানুষের কাছে কিছুটা হলেও স্বস্তি দেবে।
ব্যুরো রিপোর্ট