Prime
Jobs
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ
By BPN Desk | December 1, 2021
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
Jobs
ইউপিএসসি। নামটাই যথেষ্ট। কত না কাঠ খড় পোড়াতে হয় এর জন্য। এবার আপনার সামনে রইল সেইখানেই চাকরির একটা সুবর্ণ সুযোগ। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, যুগ্ম সহকারী পরিচালক, কর্মসংস্থান উপ-পরিচালক এবং সিনিয়র সহকারী নিয়ন্ত্রকদের জন্য বেশ কয়েকটি শূন্যপদ ঘোষণা করেছে কমিশন।
আবেদন করার শেষ তারিখ ২ ডিসেম্বর। আবেদন পত্র পাওয়া যাবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক www.upsc.gov.in। আবেদন করার জন্য ২৫ টাকা দিতে হবে আবেদনকারীদের। তবে সংরক্ষিত ও মহিলা আবেদনকারীদের কোনো আবেদনপত্র দিতে হবে না।
ব্যুরো রিপোর্ট