Jobs

আপনি যদি ইঞ্জিনিয়ারিং পাশ হন, তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। তাও আবার ভারতীয় রেলে। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
https://rlda.indianrailways.gov.in এই ওয়েবসাইটে আবেদন পত্র পেয়ে যাবেন প্রার্থীরা। প্ন্যূনতম বয়স ২১ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সীর আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীকে গ্র্যাজুয়েট অ্যাপিটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা: বিই বা বি.টেক কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। এছাড়াও আগ্রহীকে গ্র্যাজুয়েট অ্যাপিটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ে অবতীর্ণ হওয়া আবশ্যিক।
ব্যুরো রিপোর্ট