Jobs

৬১ টি অ্যাপ্রেন্টিস পদে ডিআরডিও- তে চাকরির সুযোগ। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি জারি করেছে ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।
প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো drdo.gov.in। আগ্রহী প্রার্থীর বয়স যেন ১৪ বছরের কম না হয় এমনটাই জানিয়েছে তারা। https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/TBRL_AppAdvertisemnt.pdf বিশদ জানতে এই লিংকে ক্লিক করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তাদের দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। একইসাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।