Jobs

জুনিয়র ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার সহ আরও একাধিক পদে মেগা রিক্রুটমেন্ট দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন সার্ভিসেস বোর্ডের। শূন্যপদের সংখ্যা কত জানেন? ৬৯১। চাকরি ক্ষেত্রের এই শুখা বাজারে এমন সুযোগ কটা আসে বলুন? আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনেই। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://dsssb.delhi.gov.in/ এই লিংকে গিয়ে, আবেদন করতে পারেন।
কিভাবে আবেদন করবেন, রইল তার বিস্তারিত তথ্য। প্রথমে, প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ‘Link for Online Application Registration System’ অপশনে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি খুলবে সেখানে গিয়ে ‘Click for New Registration’ এ ক্লিক করতে হবে। প্রদত্ত নির্দেশাবলী ভালো করে পড়ে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণপত্রের নথি জমা দিতে হবে। এরপরে ‘save and submit’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার রেজিস্ট্রেশনের আবেদনপত্রটি জমা হয়ে যাবে। এরপর প্রার্থীদের নতুন রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে লগ ইন করে আপনার পছন্দের পদের জন্য আবেদন করা যাবে।
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। টায়ার ১ ও টায়ার ২ এই দুই স্তরে পরীক্ষা নেওয়া হবে। তবে লিখিত পরীক্ষার তারিখ সম্মন্ধে কিছুই জানানো হয়নি। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
ব্যুরো রিপোর্ট