Jobs

৩০ টি শূন্যপদে রাজ্যে পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশনে চাকরির সুবর্ণ সুযোগ। রাজ্যের একাধিক ডব্লিউবিপিডিসিএল- এর পাওয়ার স্টেশনে একাধিক মেডিক্যাল অফিসার আর নার্স নিয়োগ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থীকে। আগামী ১০ই ডিসেম্বর এই ইন্টারভিউ হবে।
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছর হতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে এমবিবিএস ডিগ্রি। সঙ্গে ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। অন্যদিকে স্টাফ নার্স পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি প্রার্থীর কাছে জেনারেল নার্সিং বা মিডওয়াইফারিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা জরুরি। সঙ্গে স্টেট কাউন্সিল নার্সিং- এ রেজিস্ট্রেশন থাকতে হবে।
ইচ্ছুক আবেদনকারীকে সকাল ১০ টা থেকে বেলা ২ টোর মধ্যে সরাসরি ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে এই ঠিকানায়। বিদ্যুৎ উন্নয়ন ভবন, ব্লক- এলএ, প্লট নং ৩/সি, সেক্টর-৩, বিধাননগর, কলকাতা ৭০০ ১০৬। সঙ্গে অবশ্যই, শিক্ষাগত যোগ্যতার যথার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে যেতে হবে।
ব্যুরো রিপোর্ট