Jobs

নতুন বছরের শুরুতেই চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে এলো Mazagon Dock Shipbuilders Limited। সম্প্রতি ক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ এর মধ্যে। ভারতীয় হলেই, দেশের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে।
Skilled -I (ID-V) চিপার গ্রাইন্ডার, কম্প্রেসার অ্যাটেনডেন্ট, কার্পেন্টার, জুনিয়র ড্রাফটসম্যান, কম্পোজিট ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান,স্টোর কিপার, মেশিন ফিটার পদে নিয়োগ করা হবে। একইসঙ্গে Semi Skilled -I (ID-II) ফায়ার ফাইটার, সিকিউরিটি পদে ও Semi Skilled -III (ID-VIA) লঞ্চ ডেক ক্রু এবং স্পেশাল গ্রেড (ID-VIII) লঞ্চইঞ্জিন ক্রু মাস্টার দ্বিতীয় শ্রেণীর পদে প্রার্থী নিয়োগ করছে সংস্থাটি।
জাহাজ নির্মাণ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://mazagondock.in এ গিয়ে Careers –> Online Recruitment –> Non Executive পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৮ ফেব্রুয়ারী।
আবেদন করার জন্য সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশন পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করে থাকলেও আবেদন জানতে পারবেন প্রার্থীরা।
ব্যুরো রিপোর্ট