Daily

করোনার প্রকোপে গত দুবছরে কাজের হাল বেহাল অবস্থায় ছিল। প্রচুর মানুষ চাকরি হারিয়ে ছিলেন। এমনকি পাস আউট করেও ঘরে বসে দিন পেরোচ্ছিলো বেকার যুবক যুবতীদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হচ্ছে। খারাপ সময় কাটিয়ে আশার আলো দেখছে চাকরি প্রার্থীরা।
এবার ধীরে ধীরে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় ৯ শতাংশ চাকরির সুযোগ বেড়েছে। শেষ ছ’মাসে বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে বহুগুন।
২০২১ সালের নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী সর্বোচ্চ চাকরির সুযোগ তৈরি হয়েছে বেঙ্গালুরুতে(২৩%), এর পরেই মহারাষ্ট্রের পুণে (২০%), এমনকি কলকাতাতেও চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে(১০%)। আর উত্পাদন ক্ষেত্রে কলকাতায় এক মাসেই বৃদ্ধির পরিমাণ প্রায় ১৯ শতাংশ যা অন্যান্য স্টেট এর কাছে বেশ ঈর্ষণীয়। অপরদিকে সবচেয়ে কম চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে গুজরাতের বরোদায়,মাত্র ৪%।
বিশেষ করে অনলাইন চাকরিতে নিয়োগ বৃদ্ধি পেয়েছে। ২৭টির মধ্যে ২০টি তেই। ইকুইপমেন্ট/ অটোমেশন সেক্টরে চাকরির চাহিদা বৃ্দ্ধি পেয়েছে ৬৯%, টেলিকম ও আইএসপি ক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫২%। প্রিন্টিং ও প্যাকেজিংয়ে নিয়োগ বেড়েছে ৪০% শতাংশ। কেমিক্যাল ক্ষেত্রে নিয়োগ বেড়েছে ২৪%। আইটি ও হার্ডওয়্যার ক্ষেত্রে নিয়োগ বেড়েছে প্রায় ২২%।
সবথেকে আশার খবর হলো ফ্রেশার্সদের চাহিদা বেড়েছে সবথেকে বেশি। প্রায় ৬% মতো। এছাড়াও যাঁদের ১৬ বছরের বেশি অভিজ্ঞতা যাদের তাদের সুযোগ বেড়েছে ২%, ১১-১৫ বছরের অভিজ্ঞতা যাদের তাঁদের সুযোগ বেড়েছে ১%,৭-১০ বছর অভিজ্ঞতা যাদের তাঁদের সুযোগ বেড়েছে ৩%, এবং অন্যান্য ক্ষেত্রে চাকরির হার বৃদ্ধি পেয়েছে ১%।
ব্যুরো রিপোর্ট