Jobs

টিমলিজ এডটেক ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের আলো দেখাচ্ছে। সম্প্রতি দেশের আইটি সেক্টরগুলোতে সমীক্ষা চালিয়ে এই ব্যাপারে রিপোর্ট ও প্রকাশ করেছে টিমলিজ। এই সমীক্ষা অনুযায়ী দেশের উচ্চস্থানীয় ভারতীয় আইটি সংস্থাগুলো ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সারা দেশে আইটি এবং নন আইটি দুই ক্ষেত্রেই প্রায় ৫০০০০ ফ্রেশার নিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে।
এখন হল ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগ। বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে স্টার্টআপ সকলেই এখন এই ট্রান্সফরমেশনের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে ক্লাউড কম্পিউটিং, এআই, সাইবার সিকিউরিটি এবং আরও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসা ক্ষেত্রের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। টিমলিজ এডটেকের প্রতিষ্ঠাতা ও সিইও শান্তনু রুজ জানিয়েছেন যে এখন নিয়োগ কর্তারা নতুন কর্মচারীদের মধ্যে এইসব বৈশিষ্ট্যগুলি খুঁজছেন। রিপোর্ট অনুসারে ফ্রেশাররা ডেভঅপ ইঞ্জিনিয়ার, এসইও অ্যানালিটিক্স, ইউএক্স ইঞ্জিনিয়ারের মত পদের চাহিদা সবথেকে বেশি। সমীক্ষা থেকে জানা গেছে যে ব্লকচেইন, ডেটা এনক্রিপশন, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিসিস এর মত ডোমেইন দক্ষতা নতুনদের কাছ থেকে আশা করছে নিয়োগ কর্তারা।
২০২৩ সালে যে ৩ টি শিল্পক্ষেত্র সবথেকে বেশি নতুন কর্মচারী নিয়োগ করতে ইচ্ছুক সেগুলি হল ই-কমার্স এবং টেকনোলজি স্টার্টআপ (৫৯%),টেলিকম ও অ্যালাএড (৫৩%) এবং ইঞ্জিনিয়ারিং ও ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট (৫০%)।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ