Jobs

চাকরির জন্য যারা হন্যে হয়ে ঘুরছেন, তাদের জন্য রইলো সুখবর। এমন সুযোগ কিন্তু চট করে আসে না। একটা দুটো নয়। একেবারে ৫৬ টা শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল কোচ ফ্যাক্টরি। আপনি যদি ইচ্ছুক প্রার্থী হন, এবং অবশ্যই যোগ্য প্রার্থী হন, তবে ঝটপট আবেদন করে ফেলুন।
আবেদন করা যাবে অবশ্যই অনলাইনে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা নির্দিষ্ট আবেদনপত্র পেয়ে যাবেন। আর আবেদন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। তবে হ্যাঁ। আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৪ থেকে ২৫ এর মধ্যে। আবেদন ফি বাবদ আবেদনকারীকে দিতে হবে মাত্র ১০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থী এবং মহিলাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, পেইন্টার, কার্পেন্টার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, মেকানিক পদে আবেদন করা যাবে। আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও নির্দিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকা আবশ্যক। প্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষার নম্বর এবং আইটিআই পরীক্ষার নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যুরো রিপোর্ট