Trending
জিও আসার শুরুর দিনগুলো মনে আছে? রাস্তায় রাস্তায় কেমন ভিড় জমেছিল। বিনেপয়সার সিম, রিচার্জ তাও নামমাত্র। মানুষজনের মধ্যে জিও আসার পর কী উন্মাদনা, উচ্ছ্বাস। তবে এখন যে কথাটি বলতে যাচ্ছি সেখানে উন্মাদনা বা উচ্ছ্বাসের নামমাত্র বিষয় নেই। বরং কিছুটা বিরক্তি বা অসন্তোষ জমা হওয়াটা স্বাভাবিক। মূল্যবৃদ্ধির বাজারে আবারও জিও তার গ্রাহকদের পকেটে চাপ বাড়াতে চলেছে। রিচার্জের দাম একধাক্কায় বাড়িয়ে দিয়েছে জিও। বাড়ানো হয়েছে ৬০০ টাকা পর্যন্ত। প্রি-পেড বা পোস্ট পেড – দুক্ষেত্রেই মূল্যবৃদ্ধি করেছে জিও। সঙ্গে ঘোষণা করেছে আনলিমিটেড ৫জি ব্যবহারের বিষয়টাও।
রিলায়েন্স জিও-র তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৩ জুলাই থেকে নতুন দরেই রিচার্জ করতে হবে গ্রাহকদের। মানে ৩ জুলাই-এর পর প্রিপেড বা পোস্ট পেডে কোন প্ল্যান আগের দামে পাবেন না জিও গ্রাহকরা। কিন্তু জিও কোন প্ল্যানে কত টাকা বাড়াল? আসুন সেটা এবার জেনে নেওয়া যাক। সঙ্গে এটাও জানা যাক যে ৫জি আনলিমিটেড ফ্রি বলা হলেও আদৌ কি তা হচ্ছে? খেয়াল রাখবেন, আগে জিও ন্যূনতম প্রিপেড প্ল্যান রেখেছিল ১৫৫ টাকায়। সেটা বাড়িয়ে করা হয়েছে ১৮৯ টাকা। এই প্ল্যান নিলে আপনি ২৮ দিন পর্যন্ত আনলিমিটেড কল করতে পারবেন, ডেটা ব্যবহার করতে পারবেন ২ জিবি পর্যন্ত। আর যদি প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহার করতে চান তাহলে গ্যাঁটের কড়ি আরও কিছুটা খসাতে হবে। খরচ করতে হবে ২৪৯ টাকা। সেটা আগে ছিল ২০৯ টাকা। অর্থাৎ একধাক্কায় ৪০ টাকা দাম বাড়াল জিও।
এছাড়াও ২৩৯ টাকার প্ল্যানের দাম এখন বাড়িয়ে করা হল ২৯৯ টাকা
২৯৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৩৪৯ টাকা
৩৪৯ টাকার প্ল্যান বাড়িয়ে করা হয়েছে ৩৯৯ টাকা
আর ৩৯৯ টাকার প্ল্যান বাড়িয়ে করা হল ৪৪৯ টাকা
এবার আসা যাক যে প্ল্যানগুলো একটু এক্সপেন্সিভ, সেগুলোয়।
২ মাসের প্রিপেড প্ল্যান আগে ছিল ৪৭৯ টাকা, করা হল ৫৭৯ টাকা
৫৩৩ টাকার প্ল্যান এখন বাড়িয়ে করা হল ৫৭৯ টাকা
৩৯৫ টাকার তিন মাসের প্ল্যান বেড়ে এখন হল ৪৭৯ টাকা
৬৬৬ টাকার প্ল্যান এখন বেড়ে দাঁড়িয়েছে ৭৯৯ টাকা
আর ৭১৯ টাকার প্ল্যান বাড়িয়ে জিও করল ৮৫৯ টাকা
এবার আসি লোভনীয় আনলিমিটেড ৫জির কথায়। এই পরিষেবা জিও পুরোপুরিভাবে চালু রাখছে। তবে ফ্রি-তে কিছু মিলে? দৈনিক ২ জিবি ডেটা পেতে চাইলে আপনাকে রিচার্জ করতে হবে। যার দাম শুরু ২৩৯ টাকা থেকে।
আর এই সব দেখে কি মনে হচ্ছে জিও-র কানেকশন কি এখন পকেটের চাপ দিন দিন বাড়াচ্ছে? বলুন আপনারা কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ