Trending

ঠিক পাঁচ বছর আগে আত্মপ্রকাশ করেছিল রিলায়েন্সের জিও। আর পাঁচ বছরের পর দেশের টেলিকম পরিষেবায় এক নতুন বিপ্লব এনে ভারতে শীর্ষস্থান দখল করেছে জিও। ট্রাই-ও দিয়েছে সীলমোহর।
একেবারে শুরু থেকেই জিও-র লক্ষ্য ছিল কিভাবে দেশবাসীর মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছনো যায়। গ্রাহকদের জিওমুখী করার জন্য নিখরচায় নেট পরিষেবা এবং ফোন করার সুবিধা দিতে চালু করে জিও। আর প্রথমেই দেশব্যপী এক বড় সংখ্যার গ্রাহক ধরতে সক্ষম হয় মুকেশ অম্বানীর সংস্থা।
এমনকি ইন্টারনেট পরিষেবাতেও আমূল পরিবর্তন এনেছে এই সংস্থা। দেশের প্রতিটি প্রান্তে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেট ফাইবার। টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, যেভাবে দেশীয় বাজারে জিও নিজের দাপট দেখাতে শুরু করে দিয়েছে তাতে এখন মানুষের চাহিদার প্রথমেই রয়েছে এই জিও। বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক কোটি টাকা।
ব্যুরো রিপোর্ট