Trending
বিনামূল্যে সিম দেওয়া থেকে, আনলিমিটেড ইন্টারনেট, ভয়েস কলিং এর মত একগুচ্ছের পরিষেবা দিয়ে রিলায়েন্স জিও ভারতের টেলিকম বাজারের একটা বড় অংশ অধিগ্রহণ করে নেয়।
এবার মুকেশ অম্বানির পরবর্তী লক্ষ্য ব্রডব্যান্ডের বাজার। ফের ব্রডব্যান্ড গ্রাহকদের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার করতে নিখরচায় ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে চলেছে জিও। তারজন্য গ্রাহকদের গুনতে হবে না কোন ইনস্টলেশন চার্জ।
আসুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা নিয়ে আসতে চলেছে জিওফাইবার
গ্রাহকেরা ইন্টারনেট পরিষেবা পাবার জন্য ৬ মাস এবং ১২ মাস এই দুই সময়সীমার প্ল্যান দেখে নিতে পারেন। এর সঙ্গেই যুক্ত করা হয়েছে বিভিন্ন টাকার প্ল্যান। যেখানে প্রয়োজন অনুযায়ী মিলবে স্পিড এবং অন্যান্য সুযোগ সুবিধা।
৩০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান- এই প্ল্যানটি ৬ মাস এবং ১২ মাস দুয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ৬ মাসের জন্য এর দাম ধার্য করা হয়েছে ২,৩৯৪ টাকা এবং ১ বছরের জন্য ৪,৭৮৮ টাকা। উভয়ক্ষেত্রেই অতিরিক্ত জিএসটি লাগবে। যার বিনিময়ে গ্রাহক পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা সহ ভয়েস কলিং এর সুবিধা।
১০০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান–
এই প্ল্যানটি নিলে গ্রাহক আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাবেন। ৬ মাসের জন্য নিলে খরচ পড়বে ৪,১৯৪ টাকা এবং ১ বছরের জন্য খরচ পড়বে ৮,৩৮৮ টাকা।
১৫০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যান–
এই প্ল্যানটি গ্রাহকদের দুর্দান্ত গতির নেট পরিষেবা দেবে। আনলিমিটেড নেট, ভয়েস কলিং ছাড়াও রয়েছে বাড়তি কিছুী পরিষেবা। অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টার, সোনি লিভ, জি ফাইভের মত ওটিটি নিখরচায় স্ট্রিমিং করতে পারবেন। তবে এর জন্য ৬ মাস পরিষেবা পেতে গ্রাহকদের খরচ করতে হবে ৫,৯৯৪ টাকা এবং ১ বছরের জন্য ১১,৯৯৮ টাকা। তবে দুই ক্ষেত্রেই অতিরিক্ত জিএসটি লাগবে।
এছাড়াও রয়েছে ৩০০, ৫০০ এমবিপিএস এবং ১ জিবিপিএস পর্যন্ত ব্রডব্যান্ডের পরিষেবা। এই তিনটি ক্ষেত্রে বিনামূল্যে নেটফ্লিক্স স্ট্রিমিং করার মত বাড়তি পরিষেবা পাওয়া যাবে।
প্রিপেডের মত পোস্টপেডেও গ্রাহকদের আকর্ষণীয় পরিষেবা দিতে চলেছে রিলায়েন্স জিও। ভারতের ব্রডব্যান্ডের বাজারে আবারও একটা মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে মুকেশ অম্বানির সংস্থা।
ব্যুরো রিপোর্ট