Market

রিলায়েন্স জিও, মাত্র ৯৯৯ টাকায় ৪জি পরিষেবা যুক্ত নতুন মোবাইল ফোন লঞ্চ করবে বলে জানিয়েছে। আগামী ৭ ই জুলাই প্রথম ১০ লক্ষ ফোনের বিটা ট্রায়াল শুরু হবে।
Relience jio ইতিমধ্যেই মানুষকে ৫ জি নেটওয়ার্কের পরিষেবা দিয়েছে। এবার আবার গ্রাহকদের কাছে আরও এক নতুন সুযোগ নিয়ে হাজির হল মুকেশ আম্বানির এই কোম্পানি, ২০২৩ সালের জানুয়ারি মাসে যার সক্রিয় গ্রাহক প্রায় ৩৯৪ মিলিয়ন। এই ফোনে থাকবে হাই ডেফিনেশন কলিং, ভালো ক্যামেরা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল গ্রাহকরা এই ফোনে ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) ব্যবহার করে পেমেন্ট করার সুবিধা ও পাবেন যা আজকের দিনে ভীষণভাবে সময় উপযোগী। এছাড়াও এই ফোনটি ব্যবহার করার জন্য জিও, মাসিক প্ল্যান হিসেবে ১২৩ টাকা ও বার্ষিক প্ল্যান হিসেবে ১২৩৪ টাকার প্যাকেজ এর ঘোষণা করেছে।
সবথেকে আকর্ষণীয় হল এই ফোনের দাম-৯৯৯ টাকা যা দেশের বাজারে থাকা অন্যান্য ৪ জি ফোনের দামের থেকে অনেকটা কম- সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। এক কথায় সস্তায় পুষ্টিকর। এই ফোন যে সাধারণ মানুষের নজর কাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ