Market

মা-এর পর ‘দিদি’। বড় ধাক্কা চিনের ব্যবসায়। চিন রাষ্ট্রপতি জিংপিংয়ের রোষের কারণে প্রায় ৮৩১ বিলিয়ন ডলার ক্ষতির মুখ দেখল। যা রীতিমত ব্যবসায়ীদের ফেলে দিল চরম উদ্বেগে।
জানা গিয়েছে, জিংপিং এর রোষের মুখে পড়তে হয় চিনের গাড়ি বুকিং কোম্পানি দিদি-কে। এই দিদি ( Didi ) হচ্ছে আমাদের এখানকার ওলা, উবরের মত সবচেয়ে জনপ্রিয় গাড়ি বুকিং কোম্পানি। যাকে জিংপিং-এর অঙ্গুলিহেলনে সরিয়ে দেওয়া হল চিনের প্লে স্টোর থেকে। আর প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার কারণেই ব্যবসায় ঝুলেছে তালা।
তবে ঠিক কী কারণে এই সংস্থার মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল, তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে শোনা গিয়েছে, চিনের রাষ্ট্রপতির বিরুদ্ধে এই সংস্থার মালিক কিছু বলেছিলেন। আর সেই কারণেই জিংপিং-এর এমন পদক্ষেপ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও আলিবাবার ক্ষেত্রে জিংপিং এতটাই কড়া মনোভাব দেখিয়েছিলেন। সেবারেও আলিবাবার কর্ণধার জ্যাক মা জিংপিং- এর বিরুদ্ধে কিছু মন্তব্য করে বসেন।
দিদিকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার পরেই বড়সড় ক্ষতির মুখোমুখি হয় এই সংস্থায় বিনিয়োগকারীরা। চিনের শেয়ার বাজারের ছন্দেও তাল কেটে যায়। যার দরুন এত বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয় চিনকে।
ব্যুরো রিপোর্ট